বন্যার্তদের জন্য নলছিটির তরিকুল ইসলামের খাদ্যসামগ্রী প্রেরণ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৮-২৭, ৫:৩৭ অপরাহ্ন /
বন্যার্তদের জন্য নলছিটির তরিকুল ইসলামের খাদ্যসামগ্রী প্রেরণ।

প্রকাশিত,২৭,আগস্ট,

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি:

বিশিষ্ট ব্যবসায়ী ঝালকাঠির নলছিটির কৃতি সন্তান মো. তরিকুল ইসলামের ব্যাক্তিগত উদ্যোগে বন্যার্তদের মাঝে ২হাজার প্যকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়ছে। মঙ্গলবার (২৭ আগষ্ট) ফেনির পরশুরাম উপজেলার বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ব্যবসায়ী তরিকুল ইসলাম জানান, এই মুহূর্তে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সব মানুষের দায়িত্ব। যারা সামর্থবান রয়েছেন, তাঁরা অবশ্যই সহযোগিতা করুন। ইতোমধ্যে আমরা বরিশালের শিক্ষার্থীদের নিয়ে দুই হাজার বস্তা খাদ্যসামগ্রী প্রস্তুত করেছি। এগুলোর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, তেল, লবন, চিড়া, মুড়ি, বিস্কুট, ওষুধ ও পানি। এসব খাদ্যসামগ্রী ফেনির পরশুরাম উপজেলায় পাঠানো হয়েছে।