প্রকাশিত
রাকিবুল হাসান(রকি)
শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:
ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লীরা।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা শিবচর মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় মিছিলে অংশগ্রহণ করেন শত শত মুসল্লী।
সমাবেশে বক্তারা বলেন, দখলদার ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে নিরস্ত্র ফিলিস্তিনি মুসলমানদের শহীদ করতেছে অথচ জাতিসংঘ এবং ওয়াইসি এখনো চুপ করে আছে। জাতিসংঘ এর বিরুদ্ধে পদক্ষেপ না নিলে আমরা এ জাতিসংঘ চাইনা, এ জাতিসংঘের প্রতি ধিক্কার জানাই। ইসরায়েল মানবতাবিরোধী কাজ করেছে। এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ।
এ সময় মুফতী রায়হান বলেন, ফিলিস্তিন ও ভারতে ইতিহাসের নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে। নিরীহ মুসলমানদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, অথচ বিশ্ব সম্প্রদায় এখনো নীরব। অনতিবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে।
আমরা এই প্রতিবাদী মানববন্ধন থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানাই। না হয় ইজরায়েলে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফিলিস্তিনকে স্বাধীন করে ছাড়বো আমরা। তারা আরো বলেন, ভারতেও একইভাবে মুসলমানদপর নিপীড়ন করছে। তা অনতিবিলম্বে বন্ধের আহ্বান জানান তারা। সরকারকে বিষয়টি বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান জানান তারা। পরবর্তীতে আন্দোলনের কঠোর হুঁশিয়ারি দেন তারা।
আপনার মতামত লিখুন :