ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানারাত কলেজে মানববন্ধন অনুষ্ঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৪-০৮, ৯:১০ অপরাহ্ন /
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানারাত কলেজে মানববন্ধন অনুষ্ঠিত।

প্রকাশিত

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে মানারাত কলেজের সামনে দুপুর ১২ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) মানারাত কলেজের সামনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে এক মানববন্ধন পরবর্তী অলোচনায় বিভিন্ন দাবি পেশ করেন কলেজের শিক্ষকগণ।
কলেজের সহকারী অধ্যাপক উসমান জামানের পরিচালনায় বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল করিম। তিনি বলেন, ইসরাইলীরা যেভাবে মানুষ হত্যা করছে তাতে তারা মানুষের অভিশাপ পাচ্ছে। এভাবেই একদিন তারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ফিলিস্তিন ইস্যুতে আমাদের সকল মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সৌদি আরবসহ অন্যান্য মুসলিম দেশগুলো যদি সিদ্ধান্ত নেয় যে ইসরাইল থাকবে না, তাহলেই ইসরাইল থাকতে পারে না।
কলজের বালক শাখার কো-অর্ডিনেটর আব্দুল হামিদ খান বলেন, ইসরায়েলকে যেসব রাষ্ট্র সরাসরি অস্ত্র সরবরাহ করছে সেসব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। তাদের কাছ থেকে সব ধরনের পণ্য বাংলাদেশে বয়কট করতে হবে; ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের উপদেষ্টাদের বিবৃতি দিয়ে নিন্দা জানাতে হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান নিতে হবে; বাংলাদেশে ইসরায়েলের যেসব প্রতিষ্ঠান রয়েছে অনতিবিলম্বে সেসব প্রতিষ্ঠান বন্ধ করতে হবে।

কলেজের শিক্ষক মাহদমুদুল হাসান রনি তার আরবী বক্তব্যে বলেন, গাজায় আজ নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। এখনই এসব বন্ধ করতে হবে।

কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল স,ম, মাহবুব উল আলম বলেন, ১৯৪৮ সাল থেকে ফিলিস্তিনে আমাদের ভাই বোন মায়েরা ভীষন কষ্টের মধ্যে আছে। প্রতিদিন তারা জিহাদের মধ্যে আছেন। প্রতিদিন তারা শহীদ হচ্ছেস। এদৃম চোখে দেখার মতো নয়। ইদানীং আমরা যে ভয়াবহতা লক্ষ্য করছি, যা মেনে নোর মতো নয়। আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু আমরা কিছু করতে পারছি না। যদি আমরা আমাদের হৃদয়ক ঠিক করতে পারি, আমাদের ঈমানকে ঠিক করতে পারি তাহলে আমরা কাফেরদের হৃদয়ে ভয় পয়দা করে দিতে হবে।

মানববন্ধনের বক্তরা আরও বলেন, আমরা যখন এখানে উপস্থিত হয়েছি তখন ফিলিস্তিনে হামলা হচ্ছে। আমরা কীভাবে প্রতিবাদ না করে থাকতে পারি। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আমরা মুসলিমরা আমাদের দায়িত্বের কাছে হেরে গিয়েছি। আমাদের সবাইকে পথে নামতে হবে। ইসরায়েলের সব পণ্য বয়কট করতে হবে।

মাবববন্ধনে বক্তরা সারা বিশ্বের মুসলমানদের একত্রিত হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি ফিলিস্তিনের গাজায় গণহত্যার চালানোর তীব্র নিন্দা জানান।