———-পোষা পাখি——–


দেশ সময় প্রকাশের সময় : ২০২০-১১-২৩, ৪:২৬ পূর্বাহ্ন / ১৫
———-পোষা পাখি——–

————কবিতা——–

—–আনোয়ার চিশতি——
———-নেত্রকোণা——–
—————————————-
গোপনের অতি গোপন
আমার হৃদয়ের পোষা পাখি
একদিন তুমি চলে যাবে
মেলে দুটি আখি।

দুধ কলা পুষিয়া পাখি
তোমায় কত যতনে রাখি
পিন্জুর ভাংগিয়া হঠাৎ
দিবে তুমি ফাঁকি।

এ জীবনে তোমার সহিত
কত মাখামাখি
এক মূহুর্ত্ব না দেখিলে
অতি কষ্টে থাকি।

দিবা নিশি আসা যাওয়া
করার মাঝে ডাকি
লোহার পিনরার ছিদ্র দিয়ে
পালাইবা নাকি।

অন্তরার ধন মানিক রতন
তোমায় ছাড়া কেমনে থাকি
,দুই পাখির জন্য আল্লাহু নাম
কলবে জিকিরে গেঁথে রাখি।
—————————————-
কবিতাঃরচনাস্হলঃগফরগাওঃ
ময়মনসিংহ।
তাং২৪/১১/২০২০ইং।।