পটিয়া বায়তুশ শরফে কারবালা মাহফিলে- ইদ্রিস মিয়া সত্য ও ন্যায়প্রতিষ্ঠায় আদর্শিক জীবন গঠনের আহবান।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৮-০৪, ১১:৪৫ অপরাহ্ন /
পটিয়া বায়তুশ শরফে কারবালা মাহফিলে- ইদ্রিস মিয়া সত্য ও ন্যায়প্রতিষ্ঠায় আদর্শিক জীবন গঠনের আহবান।

প্রকাশিত,০৪, আগস্ট,২০২৩

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ

-আঞ্জুমানে ইত্তেহাদ বায়তুশ শরফ পটিয়া উপজেলার সিনিয়র সহ-সভাপতি, বায়তুশ শরফ শাহ জাব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির  সভাপতি ও পটিয়া   উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া বলেছেন, ‘ইসলাম শান্তি ও সম্প্রীতির  ধর্ম।

ইসলামের সুমহান আদর্শে হানাহানি, হিংসা, বিদ্বেষ বা বিভেদের স্থান নেই। কারবালা প্রান্তরে মহানবী (সা.)-এর দৌহিত্র হজরত হোসাইন (রা.)-এর মর্মান্তিক শাহাদতবরণ আশুরা দিবসকে আরও গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমন্ডিত করেছে। কারবালার ঘটনা ইসলামের ইতিহাসে এক মর্মান্তিক কালো অধ্যায়। কারবালা ঘটনা বিশ্ব  মুসলিম উম্মাহকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা যোগাবে। সবাইকে কারবালা থেকে শিক্ষা গ্রহণ করে আর্দশিক জীবন গঠন করার আহবান জানান। 


তিনি গত (০২ আগষ্ট) বৃহস্পতিবার রাতে আঞ্জুমনে ইত্তেহাদ বায়তুশ শরফ পটিয়া শাখার উদ্যোগে বায়তুশ শরফ শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা মিলনায়তনে আহলে বায়তে রাসুলদের স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। মাহফিলে সভাপতিত্ব করেন মোনাওয়ার আঞ্জুমানে ইত্তেহাদ বায়তুশ শরফ পটিয়া উপজেলা সাধারন সম্পাদক হাজী মফিজুর রহমান।  মাহফিলে প্রধান আলোচক ছিলেন হাফেজ মাওলানা ড. মুহাম্মদ মহিউদ্দিন মাহবুব। আলোচক ছিলেন মাওলানা কাজী শিহাব উদ্দিন, মাদ্রাসার সহ-সুপার মোহাম্মদ সারওয়ার হোসাইন রাশেদী, মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন, অর্থ সম্পাদক আবু তালেব আইয়ুব, কোষাধক্ষ মোঃ জসিম উদ্দিন, ব্যাংকার জাহাঙ্গীর আলম, ব্যাংকার সেলিম চৌধুরী, গফুর মেম্বার  প্রমুখ।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম

০৪/০৮/২৩ ইং।