পটিয়ায় বিস্ফোরক মামলায়  আ’ লীগ নেতা  গ্রেপ্তার 


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৪-২৫, ১১:৫২ পূর্বাহ্ন /
পটিয়ায় বিস্ফোরক মামলায়  আ’ লীগ নেতা  গ্রেপ্তার 

প্রকাশিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

– চট্টগ্রামের পটিয়া থানার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে আ’লীগ নেতা মোহাম্মদ  শাহাবুদ্দিন’কে( ৪৪)  কে গ্রেপ্তার করেছে। ২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে পটিয়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শান্তির হাট এলাকা থেকে শাহাবুদ্দিন’কে  গ্রেপ্তার করে। 

 সে কুসুমপুরা ইউনিয়নের ৯ নম্বর 

ওয়ার্ল্ড আ’লীগ  সাধারণ সম্পাদক।  মেহের আটি  আটি গ্রামের নুর আহম্মদ হাজীর বাড়ির মৃত আব্দুল হাকিমের  পুএ। পটিয়া থানার পুলিশ জানান, মোহাম্মদ শাহাবুদ্দিন এর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা  গ্রেপ্তার করে আদালতে সোপার্দ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানান,

সে  এর আগেও জসিম হত্যা মামলা জেল কেটে জামিনে রয়েছে। এছাড়াও গত ৪ আগষ্ট শান্তির হাটে ছাএ জনতা ও বিএনপির মিছিলে গুলাগুলির ঘটনার সাথে জড়িত রয়েছে বলে  কুসুমপুরা ইউনিয়ন বিএনপি,যুবদল, ছাত্র দলের নেতা কর্মীরা জানান। তারা বলেন সে কি করে ছিল সিসিটিভি ফুটেজ রয়েছে।