দিনাজপুরের খানসামায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৩-০৯, ৭:৪৭ অপরাহ্ন /
দিনাজপুরের খানসামায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশিত

মোঃ আতাউর রহমান।
দিনাজপুর জেলা প্রতিনিধিহ

দিনাজপুরের খানসামায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দিনাজপুরের খানসামা উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) বিকেলে খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ি টংগুয়া হাসনা বাদ ফাজিল মাদাসা মাঠ প্রাঙ্গণে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি সহ দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দিন সরকার গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা বিএনপির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল আব্দুল জলিল মোফাজ্জল হোসেন মোফা সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

সভায় খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া চেয়ে প্রধান অতিথি আখতারুজ্জামান মিয়া বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ইসলাম ধর্মের আনুষ্ঠানিকতাগুলো ধ্বংস করে ভারতকে সন্তুষ্ট করার জন্য কাজ করছে। তাঁদের এসব চক্রান্ত ও দু:শাসন থেকে মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।