ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১১-০৪, ১২:৫০ পূর্বাহ্ন /
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  ২৩৭ আসনে বিএনপির  সম্ভাব্য প্রার্থী ঘোষণা।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

‎নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৩৭ আসনের বিপরীতে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে দেখা গেছে, তিনটি আসনে নির্বাচন করতে যাচ্ছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ‘আমরা বলতে চাই, এটা আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা। যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের জন্য ছাড়া হবে।’

দীর্ঘ বিরতির পর এবার নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সংবাদ সম্মেলনের ঘোষণা অনুযায়ী, দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে প্রার্থী হবেন তিনি। আর বগুড়া-৬ আসনে প্রার্থী হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির ১৪ জন সদস্যের মধ্যে ১০ জন আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছেন। তাঁদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১, খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১, মির্জা আব্বাস ঢাকা-৮, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩, আবদুল মঈন খান নরসিংদী-২, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০, সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২, হাফিজ উদ্দিন আহমদ ভোলা-৩ ও এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসনে নির্বাচন করবেন।

স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে বর্ষীয়ান নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া ও নজরুল ইসলাম খান ও সেলিমা রহমানের নাম সম্ভাব্য প্রার্থী তালিকায় নেই। তবে জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির পঞ্চগড়-১ আসন থেকে প্রার্থী হচ্ছেন।

দলের ২১ জন ভাইস চেয়ারম্যানের মধ্যে সম্ভাব্য তালিকায় রয়েছে সাতজনের নাম। আলোচনায় থাকা ভাইস চেয়ারম্যানদের মধ্যে শামসুজ্জামান দুদু ও আসাদুজ্জামান রিপন বাদ পড়েছেন প্রার্থী তালিকা থেকে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর ৮১ সদস্যের মধ্যে সম্ভাব্য প্রার্থী তালিকায় ২২ জনের নাম রয়েছে। আলোচনায় থাকা চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জয়নুল আবেদীন, আব্দুস সালামের নাম ওঠেনি তালিকায়। প্রার্থী তালিকায় নেই হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ ও হুমায়ুন কবিরের নামও নেই ঘোষিত সম্ভাব্য প্রার্থীর তালিকায়।

প্রার্থী ঘোষণার আগে গতকাল দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। এই বৈঠকের পর সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক হয়। বৈঠক শেষে ২৩৭ জন সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব।

সংবাদ সম্মেলনে মহাসচিবের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেনসহ সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

এই প্রথম খালেদা জিয়া ছাড়া আর কাউকে একাধিক আসনে প্রার্থী করছে না বিএনপি। এমনকি ভারপ্রাপ্ত চেয়ারম্যানও একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে অসুস্থতার কারণে জমির উদ্দিন সরকার প্রার্থী হচ্ছেন না। নিজে থেকে প্রার্থী হননি দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমানও প্রার্থী হচ্ছেন না। সংরক্ষিত নারী আসনে তিনি প্রার্থী হবেন বলে জানা গেছে।

এদিকে খালেদা জিয়া ও তারেক রহমানের বাইরে জিয়া পরিবারের আরও কয়েক সদস্যের প্রার্থী হওয়ার গুঞ্জন চলেছে দীর্ঘদিন। তাঁরা হলেন তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান। তবে শেষ পর্যন্ত তাঁরাও প্রার্থী হচ্ছেন না।

প্রার্থী তালিকায় যেসব নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ধানের শীষ নিয়ে লড়াইয়ে বেশ কিছু নতুন মুখ। এই তালিকায় শুরুতেই আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম। তিনি ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনও রয়েছেন নতুনদের দলে। নতুন প্রার্থীর তালিকায় আরও আছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী সৈয়দ শামসুর রহমান শিমুল বিশ্বাস, গুম হয়ে যাওয়াদের নিয়ে কাজ করে আসা সংগঠন মায়ের ডাকের প্রধান সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, শফিকুল ইসলাম খান, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী। নতুনদের মধ্যে আরও আছেন রাজীব আহসান, এস এম ওবায়দুল হক নাসির, ফখরুল ইসলাম, মাহেবুর রহমান শামীম, মীর হেলাল উদ্দিন, কাজী সালাহউদ্দিন, নায়াব ইউসুফ, ফারজানা শারমীন এবং যুক্তরাজ্য বিএনপির নেতা মো. আব্দুল মালেক।

খালেদা জিয়াসহ নারী প্রার্থী ১০ জন

সম্ভাব্য তালিকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ জন নারীর নাম উল্লেখ রয়েছে। খালেদা জিয়া ছাড়া অন্যরা হলেন নাটোর-১ আসনে ফারজানা শারমিন, যশোর-২ আসনে মোছা. সাবিরা সুলতানা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিটা, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ফরিদপুর-২ আসনে শ্যামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ আহমেদ ও সিলেট-২ আসনে মোছা. তাহসিনা রুশদীর।