প্রকাশিত
মারুফ সরকার, প্রতিবেদক ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারো মহানুভবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন।
রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন এক মা নিজের জমি বিক্রি করে সন্তানের চিকিৎসা করাচ্ছেন— এমন খবর জানার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে ‘আমরা বিএনপি পরিবার’ সেলকে নির্দেশ দেন।
এরপর ‘আমরা বিএনপি পরিবার’ সেল কিশোরগঞ্জের তারাইল উপজেলার আরিফুল ইসলাম-এর চিকিৎসার ব্যবস্থা নেয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী— আরিফুল ইসলামের চলাচলের জন্য ‘হিপ নি এংকেল ফুট অর্থোসিস’ যন্ত্রের ব্যবস্থা করে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) সোহরাওয়ার্দী মেডিকেলে যান— বিএনপি’র অন্যতম যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনসহ একটি প্রতিনিধি দল।
অসহায় আরিফুুল ইসলামের মায়ের প্রতি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব।
আরও উপস্থিত ছিলেন— বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডাঃ পারভেজ রেজা কাকন, ড্যাবের সাবেক যুগ্ম-সম্পাদক ডাঃ আ.ন.ম মনোয়ারুল কাদির বিটু, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ এম আর হাসান, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শেকৃবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফয়সাল কবির রাজিব, রেদোয়ান রিশাদ, সাবেক যুগ্ম-সম্পাদক নাহিয়ান হোসেন, ডাঃ জহুরুল, ডাঃ রিয়াদ, ছাত্রদল নেতা মহান, মিসবাহ, নাফিস, নাইম, হামিম প্রমুখ।
উল্লেখ্য, আরিফুল ইসলাম ২০২৩ সালে একটা দুর্ঘটনায় আঘাত পেয়ে প্যারালাইজড হয়।
আপনার মতামত লিখুন :