ছাত্রশিবির কর্তৃক এসএসসি/দাখিল ফলপ্রার্থীদের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্টিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৬-১১, ৫:১৭ অপরাহ্ন /
ছাত্রশিবির কর্তৃক এসএসসি/দাখিল ফলপ্রার্থীদের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্টিত।

প্রকাশিত

জহুরুল ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি ও দাখিল ফলপ্রার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্টিত।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার উদ্যোগে জলঢাকা উপজেলার, জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এস এস এসি ও দাখিল ফলোপ্রার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।জেলার বিভিন্ন উপজেলা থেকে ফলপ্রার্থীরা সেখানে উপস্থিত হয়।

জেল সভাপতি তাজমুল হাসান সাগরের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় উক্ত গাইডলাইন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর শাখার সভাপতি নুরুল হুদা।

এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির আলোচনায় মুস্তাকুর রহমান জাহিদ বলেন নিজের ক্যারিয়ার গড়তে হবে ইসলামি বিশ্বের চাহিদার আলোকে নিজের টার্গেট ঠিক রেখে লক্ষ্যের দিকে তীব্র গতিতে চলতে হবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সে লক্ষ্যেই নিজেদের ক্যারিয়ার গড়তে হবে আজ মুসলিম রা বিভিন্ন দলে বেদলে বিভক্ত হয়েছে তাই বিধর্মীরা মুসলমানদের উপর যুলুম নির্যাতন করছে নিজের ক্যারিয়ার ইসলামের চাওয়া অনুযায়ী সাজাতে হবে
মুসলিমরা যেদিন একতাবদ্ধ হবে সেদিনই উত্তম জাতিতে পরিণত হবে
নিজের আগ্রহ পরিবারের চাহিদা অনুযায়ী ক্যারিয়ার গড়তে হবে।

প্রধান আলোচকের আলোচনায় নুরুল হুদা শিক্ষা ব্যবস্থায় মুসলিমদের অবদানের কথা তুলে ধরেন।

পরিশেষে ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকরা।