চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০১-০৭, ৯:৪০ অপরাহ্ন /
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার।

প্রকাশিত,০৭,জানুয়ারি

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের আলীনগর, মুন্সিপাড়া মহল্লার মৃত মজিবুর রহমানের ছেলে শয়ন আলী (২৯)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম,বিপিএম-সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন আকন্দ এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ (৭ জানুয়ারী) মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয় এসময় ২০ পিস ইয়াবা সহ শয়নকে হাতেনাতে গ্রেফতার করা হয়। শয়ন পেশাদার মাদক ব্যবসায়ী এবং একাধিক মাদক মামলার আসামী।

এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।