প্রকাশিত,১৮,ফেব্রুয়ারি
সুমন আহমেদ, মতলব (চাঁদপুর)
দীর্ঘ ১৭বছর উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে চাঁদপুর জেলা বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর জেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজি মো. মোস্তাক মিয়া।
জনসভাকে সার্থক ও সাফল্য করার জন্য সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার
জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদার নির্দেশে মতলব উত্তর ও দক্ষিণ থেকে কয়েক হাজার নেতাকর্মী একটি র্যালীর মাধ্যমে যোগদান করেন।
আপনার মতামত লিখুন :