গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ০১ জন নিহত ও ০২ জন আহত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৪-০৬, ১১:২২ অপরাহ্ন /
গোপালগঞ্জে  সড়ক দুর্ঘটনায় ০১ জন নিহত ও ০২ জন আহত।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

আজ ৬ এপ্রিল আনুমানিক সকাল ছয়টায় ঢাকা খুলনা মহাসড়কের পিঠা গার্ডেন নামক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে জানা যায়, ঢাকা থেকে খুলনা গামী একটি পরিবহন গোপালগঞ্জের পিঠা গার্ডেনের সামনে পৌঁছালে বিপরীত থাকে আসা পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয় এতে পিকআপ ভ্যানে থাকা তার পরিবার সদস্যরা আহত হয়।
সড়ক দুর্ঘটনায় রেহেনা বেগম (৪৫) স্বামী- লতিফ হাওলাদার, গ্রাম- হোগলা বুনিয়া, থানা- মোল্লারহাট জেলা বাগেরহাট মারা যায় এবং ০২ আহত হয়।
লতিফ হাওলাদার । রহমতউল্লাহ, পিতা-লতিফ হাওলদার, সাং গ্রাম- হোগলা বুনিয়া, থানা- মোল্লারহাট জেলা বাগেরহাট। পরবর্তীতে হাইওয়ে পুলিশ আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রেহানা কে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি বর্তমানে হাসপাতাল মর্গে এবং আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।