গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে থানা বিএনপির র‌্যালি।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১১-১৬, ৫:৩৬ অপরাহ্ন /
গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে থানা বিএনপির র‌্যালি।

প্রকাশিত,১৬,নভেম্বর

এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুর মহানগরীর বাসন মেট্রোথানা বিএনপি’র উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে গাজীপুর মহানগরের জয়দেবপুর রাজবাড়ী মাঠে এ কর্মসূচি হয়।

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির নির্দেশে, বাসন থানা বিএনপির সভাপতি মোঃ তানভীর সিরাজ, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির। বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি বশির আহমেদ বাচ্চু, মহানগর কৃষক দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান, মোঃ তারেক আহাম্মেদ ছাবেদ সাবেক সদস্য স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, মোঃ আমিনুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক বাসন থানা বিএনপি, মোঃ বশির আহম্মেদ ১৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি, মোঃ মিজানুর রহমান নয়া মন্ডল সভাপতি ১৭নং ওয়ার্ড বিএনপি, মোঃ আব্দুল কাদির সিনিয়র যুগ্ম সম্পাদক ১৭ নং ওয়ার্ড বিএনপি, নেত্রকোনা জেলার বিএনপি’র নেতা রবিউল আউয়াল সাইফুল, কারা নির্যাতিত ইঞ্জিনিয়ার যুবদল নেতা ইঞ্জিনিয়ার এস এম শামীম প্রমূখ। এছাড়া মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের জয়দেবপুরের শিববাড়ি রোডে বাসন মেট্রোথানা বিএনপির সভাপতি তানভির সিরাজের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শিববাড়ি মোড় থেকে শুরু করে রাজবাড়ি মাঠে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাপ্ত করা হয়‌।  র‌্যালিতে হাজারো নেতাকর্মী যোগ দেন।