গলাচিপায় মামলার বাদী পালিয়ে বেড়াচ্ছে আসামীদের ভয়ে,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৪-১১, ৪:১১ অপরাহ্ন /
গলাচিপায় মামলার বাদী পালিয়ে বেড়াচ্ছে  আসামীদের ভয়ে,

প্রকাশিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় আসামীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মামলার বাদী মো. রফিকুল ইসলাম (৪৫)। মামলা করে বিপাকে পড়েছেন তিনি।
আসামীরা এলাকার প্রভাবশালী থাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। উল্টো বাদী মামলা তুলে না নিলে তাকে আসামীরা প্রাণনাশের হুমকি দিচ্ছে।
প্রাণভয়ে বাদী পালিয়ে বেড়াচ্ছেন এমন অভিযোগ করেছেন বাদী মো. রফিকুল ইসলাম।

ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হোগলবুনিয়া গ্রামে। এ বিষয়ে মো রফিকুল ইসলাম বলেন, আমার পৈত্রিক সম্পত্তি আমার বাবাকে নয় ছয় বুঝিয়ে কোন টাকা পয়সা না দিয়ে মো. বেল্লাল মোল্লা, মিতু আক্তার, সেকান্দার গাজী, এছাহাক মৃধা, শুক্কুর মৃধা সহ আরো নাম না জানা অনেকে কৌশলে দলিল করে নেয়। পরে আমরা বিষয়টি জানতে পেরে বিবাদীদের কাছে জিজ্ঞাসা করলে তারা আমাদেরকে মারধর করে প্রান নাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। পরে আমি বাদী হয়ে গলাচিপা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি।

আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন। এতে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে এলাকা ছাড়া করার জন্য বিভিন্ন হুমকি দেয়। এখন আমরা বাড়িতে থাকতে পারি না। প্রানের ভয়ে এদিক সেদিক পালিয়ে বেড়চ্ছি। এ বিষয়ে উক্ত মামলার আইনজীবি অ্যাডভোকেট মো. মাইনুল ইসলাম (২) বলেন, আসামীদের বিরুদ্ধে মামলা করায় আমার বাদীকে মারধর করার খবর শুনেছি। এ বিষয়ে আমি বিজ্ঞ নির্বাহী আদালতকে লিখিতভাবে জানাব। তিনি আরও বলেন, এ বিষয়ে গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. বেল্লাল গংদের বিরুদ্ধে মো. শানু মৃধা বাদী হয়ে একটি সিআর মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন।