প্রকাশিত,০৩,ডিসেম্বর
সঞ্জিব দাস ,গলাচিপা পটুয়াখালী ,প্রতিনিধি
পটুয়াখালীর জেলার গলাচিপা উপজেলায় বিট পুলিশিং এর মাধ্যমে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিয় ও অন্যান্য অপরাধ প্রতিরোধে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (২ ডিসেম্বর ) উপজেলার পৌরসভাসহ ইউনিয়ন গুলোতে বিভিন্ন অপরাধ প্রতিরোধ সংক্রান্ত উঠান বৈঠক/বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা জানান, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিয় ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।
বিট পুলিশিং বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী নির্যাতন ও আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। গলাচিপা উপজেলায় ১৪টি বিট পুলিশিং টিম রয়েছে।
ওসি অভিভাবকদের উদ্দেশ্যে জানান, অভিভাবকদের এ ব্যাপারে বেশি সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি উঠতি বয়সী ছেলে মেয়েদের গতিবিধি সম্পর্কে সবার্বক্ষণিক খোঁজখবর রাখার অনুরোধ করেন। তাদের হাতে মোবাইল ফোন ও মোটরসাইকেল না দেওয়ার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি মাদক বিক্রেতা ও সেবনকারী, অপরাধী, আইন ভঙ্গকারীদের ব্যাপারে নির্ভুল তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাবাসীর প্রতি অনুরোধ জানান। কিশোর কিশোরীদের প্রতি অভিভাবকদের আরো যত্নশীল এবং তাদের হাতে মোবাইল ফোন এবং মোটরসাইকেল দেওয়ার ক্ষেত্রে অধিক সচেতন হওয়া অনুরোধ করেন।
আপনার মতামত লিখুন :