গলাচিপায় বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার দাবীতে বিক্ষোভ মিছিল।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১১-০৬, ১২:৪০ পূর্বাহ্ন /
গলাচিপায় বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার দাবীতে বিক্ষোভ মিছিল।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা,পটু য়াখালী,প্রতিনিধি

পটুয়াখালী–০৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার দাবিতে গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার অস্থায়ী কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে ফিরে আসে।

মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষ ও হাসান মামুনের পক্ষে স্লোগান দেন।
পরে অস্থায়ী কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আ. ছত্তার হাওলাদার, মাসুম বিল্লাহ, মশিউর রহমান শাহিন, আসাদুজ্জামান সবুজ প্রমুখ।

বক্তারা বলেন, পটুয়াখালী–৩ আসনে বিএনপির জনপ্রিয় নেতাদের মূল্যায়নের মাধ্যমে দ্রুত দলীয় প্রার্থী ঘোষণা করা প্রয়োজন। স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে হাসান মামুনকে মনোনয়ন প্রদানের জোর দাবি জানান বক্তারা।