গলাচিপায় পূর্ব শ*ত্রু*তার জেরে হামলা আহত -১


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৬-০৪, ১০:২৬ অপরাহ্ন /
গলাচিপায় পূর্ব শ*ত্রু*তার জেরে হামলা আহত -১

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর হরিদেবপুর বাবুর্চি বাড়ি এলাকায় পূর্ব শত্রুতার জেরে ধরে অতর্কিত হামলার ঘটনা ঘটে। গলাচিপা থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায় ঘটনাটি ঘটে গত ১ লা জুন রোজ রবিবার রাত আনুমানিক ৯ টার দিকে। চর হরিদেবপুর বাবুর্চি বাড়ির সামনের রাস্তায় পূর্ব শত্রুতার জেরে মোল্লা বাড়ির মৃত ইউনুস মোল্লার ছেলে আলহাজ্ব মোঃ ইব্রাহিম মোল্লা উপরে অতর্কিত হামলা চালায় একই এলাকার মাহাতাব হাওলাদার, রাব্বি হাওলাদার, লিমন হাওলাদার, সরোয়ার হাওলাদার, সোহাগ, মনির হাওলাদার, সুমন, আবু রব হাওলাদার, এমাদুল খান, মোশারেফ, মোবারক হাওলাদার, আবু তালেব হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার সহ অজ্ঞাত নামা আরো কয়েকজন। ঘটনার বিষয়ে আহত ইব্রাহিম মোল্লা বলেন গত ১ লা জুন রোজ রবিবার ঈদ উল আযহা (কো*র*বানি) উপলক্ষে পার্শবর্তী ইউনিয়ন আমখোলা গরুর বাজারে গরু কিনতে যায়। বাজার থেকে গরু কিনতে না পেরে রাত আনুমানিক ৯ টার দিকে বাড়ি যাবার পথে বাবুর্চি বাড়ির রাস্তায় বসে কিছু না বুঝে উঠার আগেই পিছন থেকে আসামীরা অতর্কিত হামলা চালায়। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা আসার আগেই হামলাকারীরা হত্যার হুমকি ধমকি দিয়ে তার কাছে থাকা গরু কেনার ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজারে একটি ঔষধের দোকানে নিয়ে আসেন এসময় আহতের বাড়ি লোকজন খবর পেয়ে এসে গলাচিপা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা শেষে ভর্তি দেয়। এবিষয়ে ভুক্তভোগী পরিবার গলাচিপা থানায় অভিযোগ দায়ের করেন এবং সুষ্ঠু বিচার চান আইনের কাছে। এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।