গলাচিপায় পবিত্র ঈদ উল আজহার প্রস্তুতি ও বিশেষ মাসিক শৃঙ্খলা সভা।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৬-০৩, ১১:০৪ অপরাহ্ন /
গলাচিপায় পবিত্র ঈদ উল আজহার প্রস্তুতি ও বিশেষ মাসিক শৃঙ্খলা সভা।

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

গলাচিপায় পবিত্র ঈদুল আযহা উদযাপনের প্রস্তুতি এবং বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ঃ০০ টায় উপজেলা নির্বাহী অফিসের দরবার হলে ইউএনও জনাব মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প,প ডাঃ মোহাম্মদ মেজবাহ উদ্দিন, অফিসার্স ইনচার্জ আসাদুর রহমান, বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান, গণধিকারের অবায়ক মোঃ হাফিজুর রহমান, জামায়েত ইসলামী বাংলাদেশের উপজেলা আমির মোঃ জাকির হোসেন, পৌর বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আব্দুল কাইয়ুম সহ বিভিন্ন মসজিদের পেশ ইমাম সচিব আমির জাকির মুন্সি প্রমুখ ।

সবাই পশু কোরবানির চামড়া -সংরক্ষণ সহ বর্জ্য ব্যবস্থা নিরাসনে-বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়। এছাড়া পশু হাটে অতিরিক্ত খাজনা, জাল টাকা, মাদকসহ নানা-বিষয়ে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে নানাবিধ সিদ্ধান্ত নেওয়া হয়।