গলাচিপায় জেলা প্রশাসকের উপজেলা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১০-১৮, ১২:৫৪ পূর্বাহ্ন /
গলাচিপায় জেলা প্রশাসকের উপজেলা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. শহীদ হোসেন চৌধুরী। বৃহস্পতিবার শেষ বিকালে পৌর শহরের গার্লস স্কুল রোডে অবস্থিত ভূমি সেবা সহায়তা কেন্দ্র তিনি ঘুরে দেখেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান, সার্ভেয়ার মো. রফিকুল ইসলাম, নাজির মো. সাইদুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শাহাজাদ হোসেন, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা অভিজিৎ কুমার, উপজেলা ভূমি অফিস সহকারী মো. রফিকুল ইসলাম, মো. আল মামুন, মো. জহিরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা।

পরিদর্শনকালে জেলা ম্যাজিস্ট্রেট ড. শহীদ হোসেন চৌধুরী কেন্দ্রের উদ্যোক্তা সুজন সিকদারকে সেবার মান সঠিকভাবে নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, নির্ধারিত ফি অনুযায়ী সেবা গ্রহণ করতে হবে, গ্রাহকের কাছ থেকে বাড়তি অর্থ আদায় করা যাবে না এবং কোনো গ্রাহক যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। সেবার মান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনাও প্রদান করেন তিনি।