গলাচিপায় আভাসের আলোচনা সভা


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০১-০১, ৪:২২ অপরাহ্ন /
গলাচিপায় আভাসের আলোচনা সভা

প্রকাশিত,০১,জানুয়ারি

সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় সামাজিক সংগঠন আভাসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মানুষের দাঁড় গোড়ায় চিকিৎসা সেবাকে পৌঁছে দিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ সভা হয়।

সভায় জানানো হয়, চিকিৎসকদের পাশে থেকে চিকিৎসা সেবাকে জনগণের আরও দোড়গোড়ায় সহজে পৌঁছে দেয়ার লক্ষ্যে আভাসের নিযুক্ত কর্মীরা কাজ করবেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা টিএইচও মেসবাহউদ্দিন, আভাসের এক্সিকিউটিভ ডিরেক্টর রাহিমা সুলতানা কাজল, প্রকল্প সমন্বয়কারী মোঃ মতিয়ার রহমান, ডেপুটি প্রজেক্ট কো-অর্ডিনেটর নীতিশ মন্ডল, রেজাউল কোভিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল ইউনিয়নের এফপিআই, প্রকল্পের ১২ ইউনিয়নের ইউনিয়ন সুপারভাইজারসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।