প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নাঈম(২৬)
নামে এক যুবক খুন হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যা সাড়ে আটটায়
উপজেলার টাংগাব ইউনিয়নের দাওয়াইর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত, নাঈম, উপজেলার পাগলা থানাধীন টাংগাবর ইউনিয়নের দাওয়াইর গ্রামের মফিজউদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানান মফিজ উদ্দিন এর সাথে প্রতিপক্ষ শাজাহানদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে , জমির বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটেছে।
নিহতের ভাই ও আত্মীয়-স্বজন জানান ঘটনার সময় আমার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে মাদ্রাসা মাঠের পাশে পরিকল্পিতভাবে ১০ ধেকে ১২ জন সন্ত্রাসী আক্রমণ করে, তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এলাকাবাসী ৯৯৯ হট লাইনে পুলিশকে অবগত করলে পাগলা থানা পুলিশ তাকে উদ্ধার করে,প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়,
পরে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬/৬/২০২৫ তারিখে সকাল ১২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত্যুর খবর শুনে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
এলাকার সাধারণ জণগণের দাবি এই নৃশংস হত্যার সাথে যারা জড়িত তাদের কে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পাগলা থানা অফিসার ইনচার্জ ফেরদৌস আলম জানান সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :