গফরগাঁওয়ে ১ কোটি ৪১ লক্ষ টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে স্বামী ও স্ত্রী ২,জনের নামে থানায় মামলা।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৫-২৭, ৭:২২ অপরাহ্ন /
গফরগাঁওয়ে ১ কোটি ৪১ লক্ষ টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে স্বামী ও স্ত্রী ২,জনের নামে   থানায় মামলা।

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধিঃ

ময়মনসিংহেরগফরগাঁও উপজেলা যমুনা গ্রুপের ইলেকট্রনিক্স পণ্য ও ফ্রিজ এর ডিলার, মোঃ শফিউল আলম মারুফ ও তার স্ত্রী আফিফা আফরোজ এর বিরুদ্ধে ১ কোটি ৪১লাখ ৫৮ হাজার ৪১৮,৮৯ টাকা আত্মসাতের অভিযোগে যমুনা গ্রুপের চেয়ারম্যান ডাঃসাকাওয়াত হোসেন বাদী হয়ে গহরগাঁও থানায় আত্মসাৎ প্রতারণার মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়
যমুনা কম্পানি কর্তৃক শফিউল আলম মারুফ গং কোম্পানির ইলেকট্রনিক্স পণ্য ও ফ্রিজের ক্রয়-বিক্রয়ের ক্ষমতা প্রাপ্ত হয়, ২০২৪সালের ১৮/০৪/২০২৪তারিখ হইতে লেনদেন শুরু করেন। প্রথমে কোম্পানির সাথে ব্যবসায়ী লেনদেন সন্তোস জনক হলে কোম্পানি তাকে বাকিতে মালা মাল দিতে শুরু করে,
এভাবে কিছুদিন চলতে থাকলেও বড় ধরনের লেনদেনের বেলায় শুরু হয় গড়িমসি, এবং ডিলারের অসধ আচরণ ও লেনদেন।
কোম্পানির এক কোটি ৪১ লাখ ৫৮ হাজার ৪১৮ টাকা বাকিতে লেনদেন করলে নির্দিষ্ট সময় কোম্পানি টাকা পরিশোধ না করে নানা অজুহাত ও প্রতারণার মাধ্যমে ও বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে কোম্পানির সাথে ব্যবসা করবে না বলে টাকা আত্মসাৎ করে মারুফ দম্পতি।

মঙ্গলবার (২৭,জুলাই) মামলাটি দায়ের করেন যমুনা গ্রুপের পরিচালক, ডাঃ সাকাওয়াত হোসেন।
আসামিদের বিরুদ্ধে এই কোম্পানির ১ কোটি ৪১ লাখ ৫৮ হাজার ৪১৮ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এ ব্যাপারে গফরগাঁও থানা অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম,জানান মামলা হয়েছে
আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।