গফরগাঁওয়ে রহমানপরিবারের উপর ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের নীল নকশা মেসেঞ্জার স্ক্রিনশটে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৩-১৮, ১২:৫৭ পূর্বাহ্ন /
গফরগাঁওয়ে রহমানপরিবারের উপর ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের নীল নকশা মেসেঞ্জার স্ক্রিনশটে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

প্রকাশিত

নিজস্ব প্রতিবেদক।

ময়মনসিংহের গফরগাঁওয়ে
গত কয়েকদিন যাবত গফরগাঁও উপজেলার আওয়ামী ফ্যাসিস্ট ফেসবুক মেসেঞ্জার থেকে স্ক্রিনশটে কিছু কথোপতন যা রহমান পরিবারকে ষড়যন্ত্রের জালে ফাঁসিয়ে আওয়ামী দুসরা
বিএনপি পরিবার,মানে রহমান পরিবারের বড় ধরনের ক্ষতি করে
ফ্যাসিবাদ ধূসরদের
কে নিয়ে কিছু স্বার্থন্বেষীমহল নিজেদের কে শক্তিশালী করতে চাই।

যারা ষড়যন্ত্র করছে সম্ভবত তারা ভুলে গেছেন এটা ১৯৯৬ সাল না
ঐ সময় থেকে ষড়যন্ত্র করে পিছু হটাতে পারেনি,রহমান পরিবারকে, সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে আরো দ্বিগুণ শক্তি হয়েছে রহমান পরিবারের।
শিক্ষিত পরিবার ভদ্র পরিবার বলে মানুষ
রহমান পরিবারের প্রতি পূর্ণ আস্তা রেখে আসছে।

যারা এই পরিবারের প্রতি ঈশ্বর্নিত হয়ে ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করতে চায়। গফরগাঁও বিএনপিকে দুর্বল করতে চাই,
তারা হয়তো ভুলে গেছে
এটা ৯৬ না এটা ২০২৫ সাল, গত ১৭ বছরে রাজপথে আন্দোলন, সংগ্রাম, জুলুম,
নিপীড়ন সহ্য করে প্রত্যেক ঘরে ঘরে এক একটা রহমান পরিবার তৈরি হয়ে আছে।
যেখানেই ষড়যন্ত্র ঝড় ঝাপটা আসবে প্রতিটা পাড়া, মহল্লা, ঘর থেকে রহমান পরিবারের যোদ্ধারা মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে আছে।
নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়
ষড়যন্ত্র করে কখনো রহমান পরিবারের ঐক্যকে নষ্ট করা যাবে না।

তারা বলেন এই পরিবার বিএনপির পরিবার এই পরিবার গফর গাঁওয়ের আস্তার পরিবার এই পরিবার আমাদের বিশ্বাসের শেষ নিঃশ্বাস,।
যুবদল নেতা বলেন, সাধুরা সাবধান হয়ে যাও এ বি সিদ্দিকুর রহমানকে নিয়ে নুংড়া খেলা খেলতে আসলে পিঠের চামড়া থাকবে না।

মেসেঞ্জার স্ক্রিনশট যাচাই বাছাই করে সত্য উদঘাটন ও আইনি ব্যবস্থা নেওয়ার ও দাবি জানান।