গফরগাঁওয়ে পুলিশের গাড়ি চাপায় তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৫-২২, ৫:৪৫ অপরাহ্ন /
গফরগাঁওয়ে পুলিশের গাড়ি চাপায়  তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু ।

প্রকাশিত

আয়নাল ইসলাম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়ন পরিষদ ও বারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন রাস্তায় দুপুর ১২ টায় এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২২মে) দুপুর ১২ টায় স্কুল মাঠের রাস্তায় এ দুর্ঘটনা ঘটেছে।
সে বারবাড়িয়া গ্রামের পুরান মোড়লবাড়ি, হাবিল মিয়ার ছোট ছেলে ইমন (৭) বারোবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষ ও এলাকাবাসী জানায়
বারবাড়িয়া ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন রাস্তায় স্কুলের ছাত্ররা দৌড়ে ছোটা ছুটি করতে গিয়ে গফরগাঁও থানা পুলিশের গাড়ি চাপা পড়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে গফরগাঁও থানা অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম, জানান ঘটনাটি খুবই দুঃখজনক,
এ ব্যাপারে থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি।