আবদুল্লা আল নোমানের মৃত্যুতে দক্ষিণ জেলা জাতীয় পার্টির শোক। 


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০২-২৫, ৭:৩৫ অপরাহ্ন /
আবদুল্লা আল নোমানের মৃত্যুতে  দক্ষিণ জেলা জাতীয় পার্টির শোক। 

প্রকাশিত,

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ  আবদুল্লাহ আল নোমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আমান উল্লা আমান,  কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলার সদস্য সচিব আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার, দক্ষিণ জেলা জাপার যুগ্ম আহবায়ক রফিক আহমদ চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাক আহমদ, পটিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল কবির চৌধুরী টিটু, সহ সভাপতি তাপস বড়ুয়া, নাজিম উদ্দীন মজুমদার, মনির, চেয়ারম্যান, পটিয়া পৌরসভা জাতীয় পার্টির সভাপতি সাইফুদ্দিন, জাহাঙ্গীর মেম্বার, ইকবাল মেম্বার, দিদারুল আলম, রঞ্জন ধর, আজাদ, রুবেল প্রমুখ।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুল্লাহ আল নোমানের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। পরে তাকে চট্টগ্রাম নিয়ে আসা হবে। তিনি এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন।

আবদুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।ষাটের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নোমান যোগ দেন ছাত্র ইউনিয়নে।

 জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলেন, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল নোমান একজন ভালো রাজনীতিবিধ ছিলেন, তিনি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি আবদুল্লাহ আল নোমান মতন ভালো রাজনীতিবিধ সমাজে বিরল তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত আল্লাহ আবদুল্লাহ আল নোমান’কে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন। 

তিনি দলের জন্য অনেক অবদান রেখেছেন। 

সেলিম চৌধুরী 

পটিয়া চট্টগ্রাম 
২৫/০২/২৫