গফরগাঁও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১২-২৩, ৬:৫০ অপরাহ্ন /
গফরগাঁও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির  মাসিক সভা।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন,এম,আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে-
বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি),আমির সালমান রনি,
উপজেলা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন , আহাম্মেদ,
উপজেলা স্বাস্থ্য প প কর্মকর্তা,ডাঃ জামাল উদ্দিন,
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ,আতিকুর রহমান।
পাগলা থানা অফিসার ইনচার্জ, আমিনুল ইসলাম ।

পৌরসভা নির্বাহী কর্মকর্তা, আরিফ আকন্দ,
গফরগাঁও উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা,মীম জাহান তন্নী।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,মোঃ নুর এ আলম ভূইয়া,
উপজেলা নির্বাহী প্রকৌশলী, আবু বক্কর সিদ্দিক।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জাহাঙ্গীর আলম।
উপজেলা মৎস্য কর্মকর্তা,তাহমিনা হাসান,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার।
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, বদরুল আলম।
যুব উন্নয়ন অফিসার মোফাজ্জল হোসেন
এছাড়াও, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা, জাহাঙ্গীর আলম সহ
ফায়ার স্টেশন কর্মকর্তা, ইউনিয়নের দায়িত্বে থাকা প্রশাসক সহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলায় বিভিন্ন অপরাধ চিত্রের সার্বিক বিষয়ে আলোচনার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আইন-শৃঙ্খলা কমিটির সদস্যসহ সকলের একান্ত সহযোগিতা কামনা করেন।