deshsomoy প্রকাশের সময় : ২০২২-০৭-০১, ৯:০০ অপরাহ্ন /

প্রকাশিত,০১, জুলাই,২০২২

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ-

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্ব্য ও দীর্ঘায়ু কামনা করে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া মাহফিল পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে বলে জানাগেছে।

শুক্রবার (১ জুলাই) শ্রীনগর উপজেলা বীরতারা ইউনিয়নে মাসাখোলা এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। কিন্তু বিকাল ৫টার দিকে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন এখানে কোনো দোয়া মাহফিল হবে না। ১০মিনিটের মধ্যে এই স্থান খালি করতে বলেন।

এবিষয়ে শ্রীনগর থানা ওসি আমিনুল ইসলাম বলেন, তদন্তের ভিত্তিতে নিরাপত্তার স্বার্থে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান না করার জন্য বলেন।

হঠাৎ করে কোনো কারন ছাড়াই পুলিশের পক্ষে বাঁধা দেওয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এবং পুলিশের এমন অশুভ আচারনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এবিষয়ে ক্ষোভ প্রকাশ করে শ্রীনগর উপজেলা বিএনপি সদস্য সচিব বলেন, একটি গণতান্ত্রিক দেশের সবারই রাজনীতি করার অধিকার রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, বীরতারা ইউনিয়নের বিএনপি’র সভাপতি স্বাধীন মোল্লা, সাধারন সম্পাদক ইস্রাফিল হোসেন, যুগ্ম সাধারণ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সহ বিএনপির সহযোগিতা অঙ্গ সংগঠন।