সামাজিক সচেতন ও সাংবাদিক গড়ার কারিগর ‘ জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী মৃত্যু গণমাধ্যমকে জীবনদানের ‘ স্বপ্নদ্রষ্টা ‘শফিক আহমেদ ‘


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১১-২১, ১১:৩০ অপরাহ্ন /
সামাজিক সচেতন ও সাংবাদিক গড়ার কারিগর ‘ জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী মৃত্যু গণমাধ্যমকে জীবনদানের ‘ স্বপ্নদ্রষ্টা ‘শফিক আহমেদ ‘
print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদারঃ

মুক্তিযুদ্ধের বীরত্বগাথা নিয়ে ‘রণাঙ্গনের স্মৃতি’ শীর্ষক ধারাবাহিক প্রতিবেদনের জন্য ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে ২০২৪ সালের ‘বজলুর রহমান স্মৃতিপদক’ প্রাপ্ত একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শফিক আহমেদ।

এই মহান ব্যক্তির জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অফুরান শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুভেচ্ছা জানিয়েছে নিজ প্রতিষ্ঠান একাত্তর টিভিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। একই সাথে বিভিন্ন সংগঠন ও বিভিন্ন মহল এবং বিশিষ্ট ব্যাক্তিরা এই গুণীজন এর জন্মদিনে শুভেচ্ছা, অভিনন্দনের পাশাপাশি উনার দীর্ঘায়ু কামনা করছেন।

গত (৩০ আগস্ট২০২৪ ) মুক্তিযুদ্ধ জাদুঘরে এই পুরস্কার তার হাতে তুলে দেন এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

জন্মদিন ‘ হে স্বপ্নদ্রষ্টা ”
পৃথিবীতে এসেছিলেন তাঁর ও তাঁর পারিপার্শ্বিকতাকে আলোকিত করতে। আলোকিত করেছেন, করছেন এবং করবেন। ২১ শে নভেম্বর ২০২৫ আজ আপনার শুভ জন্মদিন। এজন্য আমাদের প্রিয় সাংবাদিক আইকনের প্রতি আমাদের বাংলাপোষ্ট মিডিয়া, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছাও শুভকামন জ্ঞাপন করছি ।
সদা হাস্যজ্বল, অন্যায়ের সাথে আপোষহীন সাংবাদিক সৎ নির্ভীক সাংবাদিক শফিকুল ইসলাম জন্মদিন আজ ২১ নভেম্বর।

জন্মদিন উপলক্ষে তিনি শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সহযোদ্ধা, ভক্ত, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেকে।

তিনি মিডিয়া গণমাধ্যম ব্যক্তিত্ব, ও একজন স্বপ্নদ্রষ্টা শফিক আহমেদ। তিনি নিজে স্বপ্ন দেখেন ও অন্যকে স্বপ্ন দেখান এবং সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে চেষ্টা করেন। প্রচন্ড আশাবাদী একজন মানুষ শফিক আহমেদ। সাংবাদিকতা তাঁর নেশা হলেও তিনি একজন উদ্যোক্তা গণমাধ্যম কারিগর। তাঁর অভিধানে হতাশার স্থান নেই।

শফিক আহমেদ এর বড় গুণ তিনি সামাজিক সচেতন একজন মানুষ সাংবাদিক গড়ার কারিগর। তাঁর চিন্তা চেতনা ও অভিজ্ঞতা নতুন প্রজন্ম ও ২৪- এ জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশেষ করে স্বৈরাচার হাসিনার পতনের পরে গণমাধ্যম মিডিয়াগুলো যখন দেশের সাধারণ মানুষের রোষানলে পতিত হয় হাসিনার পোষা এসব ফ্যাসিস্ট গণমাধ্যমগুলোর প্রধানতম মিডিয়া একাত্তর টিভি সবচেয়ে সাধারণ মানুষের আক্রোশের শিকার হতে থাকে। এমতাবস্থায় ২৪ এ জুলাই বিপ্লবের পরবর্তী এই একাত্তর টিভি কে মৃত্যুর পদযাত্রী অবস্থা এবং দেশের আপামর সর্বস্তরের মানুষের ঘৃণার চোখে পড়ে থাকা অবস্থা হতে তাকে উদ্ধার করে নতুনভাবে দাঁড় করাতে সবধরনের কার্যক্রম তিনি শফিক আহমেদ তাঁর কাঁধের উপর বহন করে। সেই স্বৈরাচারী হাসিনার ফ্যাসিস্ট কালো থাবা থেকে বাঁচিয়ে তুলে পুনরায় আবারও সেই তার মূল জায়গায় নতুনত্বভাবে জীবন ফিরিয়ে নিয়ে আসেন শফিক আহমেদ। সবচেয়ে বড় কথা তিনি শফিক আহমেদ একজন সৎ এবং আদর্শবান মানবিক সাংবাদিক।

শফিক আহমেদ, আপনি সত্যি একজন ভালো মানুষ। আপনাকে নিয়ে লেখার ভাষা আমার জানা নেই। আপনার মনমানসিকতা ও উদ্যোগী মনোভাব অনুসরণ করে আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম গণমাধ্যম মিডিয়ায় পজিটিভ মন মানসিকতায় বেড়ে উঠবে। ‘ হে স্বপ্নদ্রষ্টা ‘ শফিক আহমেদ ” আপনাকে কোনো বিশেষণের দ্বারা বিশেষায়িত করার যোগ্যতা আমার নেই। আপনি বেঁচে থাকুন কালের অন্তিম পর্যন্ত। বাঁচিয়ে রাখুন মানবতা
কে -! আপনার সান্নিধ্য ও সহায়তা অনেকেরই জীবন চলার পথের পাথেয় । আল্লাহর কাছে দোয়া করি হাজার বছর বেঁচে থাকেন হে প্রিয় স্বপ্নদ্রষ্টা শফিক আহমেদ।

জন্মদিন আসে বারে বারে মনে কর এ জীবন নিত্যনতুন প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতো।
জন্মদিনের শুভেচ্ছা প্রীতি ও ভালবাসা পৌঁছাবে তোমার কাছে এই আমার আশা শুভ জন্মদিন।

আজ তোমার জন্মদিন, কি দেবো উপহার,। হৃদয় ছাড়া দেবার মত কিছুই নেই আমার, আজ জন্মদিনে হৃদয় মন থেকে শুধুমাত্র দিলাম হৃদয়ের গহীন কোণ থেকে ভালোবাসার চাদরে ঢেকে রাখা উপহার।

ফুলের হাসিতে প্রাণের খুশিতে সোনালী রোদ্দুর সবুজের বুকেতে লেগেছে আজ অনেক রঙিন। আলীরা গানে গানে ফুলের কানে কানে বলছে আজ ‘ স্বপ্নদ্রষ্টা শফিক আহমেদ এর শুভ জন্মদিন।
আরো একটি বছর করলে তুমি পার সুস্থ থাকো ভালো থাকো এই কামনাই করি বারবার শুভ জন্মদিন।

_মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার_
ভারপ্রাপ্ত সম্পাদক বাংলাপোস্ট
সভাপতি ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন।