

প্রকাশিত
আয়নাল ইসলাম
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমানসহ চারজন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে বুধবার ও বৃহস্পতিবার (১৪ ও ১৫ জানুয়ারি) তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
বৈধতা ফিরে পাওয়া অপর তিন প্রার্থী হলেন— আলমগীর মাহমুদ আলম, আলহাজ্ব মুশফিকুর রহমান ও অ্যাডভোকেট আল ফাত্তাহ খাঁন।
প্রার্থিতা বৈধ ঘোষণার খবরে গফরগাঁও উপজেলা ও পাগলা থানার বিভিন্ন এলাকায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রার্থীরা আলাদা আলাদা প্রতিক্রিয়ায় জানান, নির্বাচন কমিশনের আপিল বিভাগের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
তারা বলেন, “এই রায় আমাদের প্রতি সাধারণ মানুষের আস্থাকে আরও দৃঢ় করেছে।”
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ভোটার তালিকার এক শতাংশ তথ্যগত গড়মিলের অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করলে শুনানি শেষে তাদের প্রার্থিতা পুনর্বহাল করা হয়।
প্রার্থিতা ফিরে পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এবি সিদ্দিকুর রহমান বলেন,
“ইনশাআল্লাহ আসন্ন সংসদ নির্বাচনে গফরগাঁও উপজেলা ও পাগলা থানার জনগণ তাদের মূল্যবান রায় আমার পক্ষেই দেবেন বলে আমি আশাবাদী।”


















আপনার মতামত লিখুন :