দুর্নীতি মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তের প্রতিমন্ত্রী, শরীফ আহমেদের ১৮ বছরের কারাদণ্ড।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১১-২৭, ৭:০৭ অপরাহ্ন /
দুর্নীতি মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তের  প্রতিমন্ত্রী, শরীফ আহমেদের ১৮ বছরের কারাদণ্ড।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর পূর্বাচল প্লট দুর্নীতির তিনটি পৃথক মামলায় বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্তের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে মোট ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়াও, একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড (তিন মামলায় সাত বছর করে) দেওয়া হয়েছে। তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল-কেও একটি করে মামলায় পাঁচ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের তারিখ:
বৃহস্পতিবার (২৭ নভেম্বর), ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন।

উল্লেখযোগ্য অন্যান্য আসামি:
এই তিন মামলায় শেখ হাসিনা, তাঁর সন্তান ও শরীফ আহমেদ ছাড়াও রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাসহ মোট ২৩ জন ব্যক্তি আসামি হিসেবে অভিযুক্ত হয়েছেন।