গোপালগঞ্জে গাছে গাছে আমের মুকুল ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৩-০৪, ১:১৬ অপরাহ্ন /
গোপালগঞ্জে  গাছে গাছে আমের মুকুল  ।
print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৪, মার্চ,২০২৪

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জে গাছে গাছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে আমের মুকুল উকি দিচ্ছে। চারদিকে মৌ মৌ ঘ্রাণে মাতোয়ারা করে তুলেছে পরিবেশ। এযেন নবরূপে সেজেছে প্রকৃতি।
৩ মার্চ সরেজমিনে ঘুরে দেখা গেছে, গোপালগঞ্জ ঋতুরাজ বসন্তে প্রকৃতিতে রঙের আগুন লেগেছে। শীতের খোলস ছেড়ে নবরূপে সেজেছে গোপালগঞ্জ । উপজেলা সদর সহ গ্রামাঞ্চলের বাসা-বাড়িতে রোপণকৃত ফুল গাছে নানা ফুল ফুটার পাশা-পাশি আম গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে আমের মুকুল উকি দিচ্ছে। আর এ মুকুলের মৌ মৌ ঘ্রাণে মাতোয়ারা হয়ে উঠেছে পরিবেশ।চিরাচরিত নিয়মে প্রকৃতির খেয়ালে স্বর্নালী রূপ ধারণ করেছে আবহমান গ্রাম বাংলা।বিগত বছরের তুলনায় এবার বেশী মুকুল আসতে শুরু করেছে গাছে গাছে।