গলাচিপা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৩-১০, ১:৪৪ অপরাহ্ন /
গলাচিপা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত।
print news || Dailydeshsomoy

প্রকাশিত,১০, মার্চ,২০২৪

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে গলাচিপার প্রেসক্লার ২ দিনব্যাপী বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতি ও শুক্রবার (৭ ও ৮ মার্চ) সাগর কন্যা কুয়াকাটা পর্যটন কেন্দ্রে এ বনভোজনের আয়োজন করা হয়। সন্ধ্যা ৭ টার দিকে সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

এদিন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা সাদা পোশাক পরে বনভোজনে অংশগ্রহণ করেন। সংবাদ কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দিনটি অত্যন্ত আনন্দ উল্লাসে মুখরিত ছিলো। অনুষ্ঠানে কুয়াকাটা পৌর মেয়র মো.আনোয়ার হোসেন, সাবেক মেয়র মো. আব্দুল বারেক মোল্লা, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড ও সকল সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন ।