অভিনয় দিয়ে সবার মন জয় করতে চান মুবিনুল হক।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৬-১৩, ৫:২২ অপরাহ্ন /
অভিনয় দিয়ে সবার মন জয় করতে চান  মুবিনুল হক।
print news || Dailydeshsomoy

প্রকাশিত।

মারুফ সরকার, প্রতিবেদকঃ

বর্তমান সময়ের একজন ব্যস্ত মডেল অভিনেতা মুবিনুল হক ।
এই নামেই তিনি বিনোদন পাড়ায় পরিচিতি লাভ করেছেন। সব সময় হাসিমুখে থাকতে তিনি ভালবাসেন। বিশেষ করে অসহায় মানুষদের জন্য হৃদয় তা সব সময় কাঁদে।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে মুবিনুল হক বলেন, আমি সবার মন জয় করে কাজ করে যেতে চাই। আমি একজন ভালো অভিনেতা হতে চাই পাশাপাশি ভালো মানুষ হতে চাই। যে কোনো চরিত্রের জন্য নিজেকে সেভাবে তৈরি করতে চাই।

তিনি দর্শকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের আরো বেশি বেশি কাজ উপহার দিতে পারি। আপনারা আমার কাজকে সমালোচনা করুন। ভালো হলে ভালো বলুন খারাপ হলে খারাপ বলুন। আপনারা যত বেশি সমালোচনা করবেন আমি কাজে তত বেশি আগ্রহ পাবো।

মুবিনুল হক ২০১৬ সালে উইন্ডোজ মাল্টিমিডিয়ার সুপার স্টার জিতে নেন হাজারো প্রতিযোগিকে পেছনে ফেলে। এর পর থেকেই দেশের মডেলিং ও বিনোদন মাধ্যমে তার আধিপত্য শুরু হয়।
এভাবে মডেলিং দিয়েই মিডিয়ায় যাত্রা শুরু করেন ।

এছাড়া তিনি সমানতালে কাজ করছেন দেশের নামি দামি ব্যান্ড ফটোশুট, বিলবোর্ড, বিভিন্ন ম্যাগাজিন, র‍্যাম্প ফ্যাশন শো, মিউজিক্যাল ফিল্ম সহ সব মিলিয়ে ব্যস্ততম সময় পার করছেন প্রজন্মের এই মডেল ও অভিনেতা।