শার্শায় যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত


দেশ সময় প্রকাশের সময় : ২০২০-১১-১০, ১১:৫৭ পূর্বাহ্ন / ১৩
শার্শায় যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

যশোরের শার্শা উপজেলায় শার্শা ও বেনাপোল পৌর শাখার উদ্দ্যোগে যুবদলের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১০নভেম্বর)সকাল ১১টার সময় বেনাপোল হাইস্কুলের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।যশোরব জেলা যুবদলের সভাপতি এম তমাল আহম্মেদের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এবং উপজেলা যুবদলের নেতা ইমদাদুল হক ইমদা, আল মামুন বাবলু, আসাদুজ্জামান আসাদ ও জনি হায়দারের নেতৃত্বে এক বিশাল মিছিল সমারেশে যোগদান করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আলী আকবর চুন্নু বলেন, বর্তমানে এই আওয়ামী লীগের আমলে আমরা বার বার নির্যাতনের শিকার হয়ে আচ্ছি। আমাদেরকে এক হয়ে দল ও দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে। এজন্য সকল কে অতীতের বিভেদ ভুলে দলের জন্য ঐক্য বদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। আগামী দিনের রাজপথে আন্দোলনের মাধ্যমে দলকে আরো শক্তিশালি করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।

এসময় বক্তারা কর্মিদের উদ্ধেশ্যে করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।সকল কে অতিতের বিভেদ ভুলে ঐক্য বদ্ধ্য হওয়ার আহ্বান করেন।আগামি দিনের রাজপথকে আন্দোলনের মাধ্যমে শক্তিশালি করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন,জনাব মোঃ আলী আকবর চুন্নু সহ-সভাপতি,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,কেন্দ্রীয় নির্বাহী কমিটি।বিশেষ অতিথি ছিলেন,মাহাবুব হাসান পিয়ারু সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি (খুলনা বিভাগ),মোঃমহসীন মোল্ল্যা যুগ্ন-সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,আব্দুল জব্বার খান সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,নুরুজ্জামান লিটন সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি(খুলনা বিভাগ),কপিল উদ্দিন ভূইয়া সহ- সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,শামীম কবির সহ- সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি(খুলনা বিভাগ) এছাড়াও বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।