প্রকাশিত,১৮,ডিসেম্বর
সুমন আহমেদ, মতলব (চাঁদপুর)
বিভাগীয় সাংগঠনিক টিম ও জেলা বিএনপির নির্দেশনা উপেক্ষা করে অগঠনতান্ত্রিকভাবে বিভিন্ন ওয়ার্ডের পকেট কমিটি গঠন করার প্রতিবাদে এবং মেয়াদ উত্তীর্ণ সকল কমিটি বাদ দিয়ে তৃণমূলের প্রত্যক্ষ অংশগ্রহণে কমিটি গঠনের দাবীতে মতলব উত্তরের ১৪ ইউনিয়নের ৩৪টি ওয়ার্ডে একযোগে বিএনপি‘র গণমিছিল অনুষ্ঠিত হয়েছে ৷
বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী তৃণমূলের প্রত্যক্ষ অংশগ্রহণে কমিটি গঠনের দাবিতে চাঁদপুর জেলা বিএনপি‘র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে ৩১ দফা বাস্তবায়নে উপজেলার ১৪ ইউনিয়নের ৩৪টি ওয়ার্ডে
বিএনপি, যুবদল, তাঁতী দল, শ্রমিকদল, ছাত্রদলসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় ৷
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন বিএনপি‘র প্রদান কার্যালয় হতে প্রতিবাদ মিছিলটি বেরহয়ে এখলাছপুর বাজার, ফরাজীকান্দী ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক, সুলতানাবাদ ইউনিয়ন, মোহনপুর ইউনিয়ন, কলাকান্দা, ষাটনল, বাগানবাড়ি, সাদুল্লাপুর, দূর্গাপুর, ফতেহপুর পূর্ব, ফতেহপুর পশ্চিম, গজরা বাজারের
বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে এসময় তারেক রহমানের নির্দেশনায় সকল নেতাকর্মীদের অংশগ্রহণে কমিটি গঠন ও কোন নেতা যাতে পকেট কমিটি গঠন করতে না পারে এ ব্যাপারে স্লোগান তোলেন মিছিলকারীরা।
ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু জানান, আমরা কুমিল্লা বিভাগের বিভাগীয় সমন্বয়ক ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু ও কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া এবং চাঁদপুর জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি জোরালো আবেদন করছি যারা বিগত দিন ফ্যাসিস্ট অবৈধ আওয়ামী সরকারের হামলা-মামলা, জেল-জুলুমের শিকার হয়েছে তাদেরকে মূল্যায়ন করে কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন ও সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার জানান, তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে হলে যাচাই বাছাই করে ত্যাগীদের নিয়ে সকলের অংশগ্রহণে কমিটি গঠন করতে হবে। তারেক রহমানের নির্দেশনা অমান্য করে কোন নেতা যাতে নিজের লোক দিয়ে পকেট কমিটি গঠন করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম এবং উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম ভূইয়া বলেন,
যারা এই পকেট কমিটি গঠন করতে চায়, তাদের মতলবে কোন ঠাঁই নেই। বিগত দিন যারা অত্যাচারিত নিপিড়ীত হয়েছে, দলের জন্য জীবন যৌবন শেষ করেছে তাদেরকে কমিটিকে রাখতে হবে। এবং যাদেরকে রাখলে দল সুসংগঠিত হবে তাদেরকে কমিটিতে রাখতে হবে। নেতার এই নির্দেশনা যে অমান্য করে পকেট কমিটি করার চেষ্টা করবে তাকে শক্ত ভাবে প্রতিহত করা হবে।
উপজেলা তাতীদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ ও সাংগঠনিক সম্পাদক মো. ফারুক এবং যুবদল নেতা বিল্লাল হোসেন রনি জানান, মতলবে বিএনপির প্রতিষ্ঠা করে গেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা মরহুম নুরুল হুদা। এখন আমরা তার রেখে যাওয়া উত্তরসূরী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নেতৃত্বে মাঠে আছি এবং থাকবো।
মতলবে বিএনপি’র যারা পকেট কমিটি করতে চান, তারা এসে দেখে যান তানভীর হুদার নির্দেশে তৃণমূলের বিএনপি’র সকল নেতাকর্মী মাঠে নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :