বানারীপাড়া চৌয়ারীপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপিত


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৯-১৭, ৬:১৬ অপরাহ্ন /
বানারীপাড়া চৌয়ারীপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপিত

প্রকাশিত,১৭,সেপ্টেম্বর,

জাকির হোসেন,বরিশাল প্রতিনিধি //

বরিশালের বানারীপাড়ার চৌয়ারীপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর জন্ম এবং ওফাত দিবস তথা ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। ৫৭০ খ্রিস্টাব্দে এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০ টায় স্কুল মিলনায়তন কক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর ওপর আলোচনা সভা, প্রতিযোগিতা,পুরুস্কার বিতরন ও দোয়া অনুষ্ঠান হয়েছে। দোয়া অনুষ্ঠানে বিদ্যালযের প্রধান শিক্ষক জনাব শাহিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মাসুম সরদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মাওদুদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফিবুর রহমান, সহকারী শিক্ষক নুরু মিয়া। এ সময় অন্যন্যের মধ্যে সহকারী শিক্ষক হরিচাঁদ মন্ডলসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন বিশ্বমানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ। তার জীবনদর্শনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনের সর্বোত্তম ও পরিপূর্ণ আদর্শ নিহিত রয়েছে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় প্রিয়নবীর প্রতি যেমন সর্বোচ্চ ভালোবাসা লালন করতে হবে তেমনি তার সুমহান আদর্শ অনুসরণ, চর্চা ও প্রচার-প্রসারে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ, সুশৃঙ্খল সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করে অনুসরনীয় দৃষ্টান্ত স্থাপন করেন।