গৃহবধূ ধর্ষণ মামলায়, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক গোলজার হোসেন গ্রেফতার।।


দেশ সময় প্রকাশের সময় : ২০২০-১০-০৮, ৫:১২ পূর্বাহ্ন / ১১
গৃহবধূ ধর্ষণ মামলায়, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক গোলজার হোসেন গ্রেফতার।।

পাবনা জেলা প্রতিনিধি ঃ

পাবনার চাটমোহরে গৃহবধূর ধর্ষণ মামালায় নাটোর জেলার বরাইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাজিরপুর গ্রামের মেতালেব হোসেনের ছেলে গোলজার হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের ইরাক প্রবাসী আব্দুর রহিম তার স্ত্রীর কাছে নিয়মিত টাকা পাঠান। সীমান্তবর্তী জেলা নাটোরে পার্শবর্তী গ্রামের গোলজার, প্রবাসীর স্ত্রীর সঙ্গে কৌশলে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে মেলা মেশার আপত্তিকর ভিডিও ধারণ করে ৫ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। এতে প্রবাসী আব্দুর রহিম দেশে ফিরে থানায় মামলা দায়ের করলে পুলিশ গোলজার কে গ্রেফতার করে।