গফরগাঁওয়ে চাঁদাবাজির প্রতিবাদ করায় ও পূর্ব শত্রুতার জেরে মারধোরে একজন আহত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৯-০৬, ১১:১৮ অপরাহ্ন /
গফরগাঁওয়ে চাঁদাবাজির প্রতিবাদ করায় ও পূর্ব শত্রুতার জেরে মারধোরে একজন আহত।

প্রকাশিত,০৬,সেপ্টেম্বর,২০২৪

হানিফ খান

গফরগাঁওয়ে চাঁদাবাজির প্রতিবাদ করায় ও পূর্ব শত্রুতার জেরে মারধোরে একজন আহত।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ষশোরা ইউনিয়নে ধৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতের বড় ভাই বাদী হয়ে
থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে প্রতিপক্ষ একই এলাকার প্রতিবেশী, বিগত সরকারের মদত পোস্ট সন্ত্রাসী ও চাঁদাবাজি বটে,বিগত দিনে ইউনিয়ন চেয়ারম্যানের মদদে ভুক্তভোগীর কাছে চাঁদা দাবি করেলে, আহত শাজাহান তাদের ভয়ে এলাকা ছেড়ে নিরাপত্তার জন্য অন্যত্র বসবাস করেন,

গত ৫ই আগস্ট সরকারের পতন হওয়ার পর নিজ এলাকায় ফিরে আসেন শাজাহান। গত ৫/০৯,সেপ্টেম্বর বিকালে
বিএনপি’র বাজারে জৈনক সাইদুলের দোকানে বসে কথা বলার সময় ঘাপটি মেরে থাকা নাহিদ, নাদিম, কুদ্দুস আরো ৩-৪ জন মিলে অতর্কিত হামলা করে,দেশীয় লাঠিসুটা ও দা দিয়ে কোপ দিয়ে শাজাহানকে আহত করে। বাজারে থাকা লোকজন আহত শাহজাহানকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

আহত শাজাহান গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে প্রতিপক্ষের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে সুইচ অফ বলে জানা যায়।

গফরগাঁও থানার ওসি,শাহীনুজ্জামান খান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।