গণঅধিকার পরিষদের উপজেলা ৭ নেতা জামায়াতে যোগদান।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১০-২৪, ১১:১৫ অপরাহ্ন /
গণঅধিকার পরিষদের উপজেলা ৭ নেতা জামায়াতে যোগদান।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

জহুরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নে জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজিত যুব সমাবেশে গণঅধিকার পরিষদের সাবেক উপজেলা সভাপতি রেজাউল করিমসহ ১০ জন নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

নবযোগদানকারী রেজাউল করিম বলেন, “জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ন্যায়পরায়ণতা, ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রচেষ্টা এবং আদর্শিক আচরণ আমাকে জামায়াতে ইসলামীতে যোগদানের জন্য অনুপ্রাণিত করেছে।”

উক্ত যুব সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমেই আজ রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে কথা বলার সুযোগ পাচ্ছে। আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াত মানুষের অন্তরে স্থান করে নিয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের মতো নির্বাচন চাই না। ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রশিবিরের বিজয় প্রমাণ করে, যারা গড়ার কাজ করে তারাই নেতৃত্বে আসে।”

ঢাকসু ভিপি সাদিক কাইমকে তিনি “বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় ছাত্রনেতা” হিসেবে উল্লেখ করেন এবং জানান, “নির্বাচনের ঘোষণা এলেই জামায়াতে ইসলামী অংশগ্রহণের জন্য প্রস্তুত।”

আলোচনায় তিনি বলেন,“যারা নিজেদের কর্মীকে পাথর দিয়ে হত্যা করে, তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। বাজেট আনলেই হবে না, ন্যায় ও সততা না থাকলে তা মানুষের কাছে পৌঁছাবে না। তাই আগামী নির্বাচনে সৎ ও ন্যায়পরায়ণ মানুষকে ভোট দিতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব বিভাগের সভাপতি মোকছেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
অধ্যাপক মজিবুর রহমান উপজেলা আমীর জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা কাজি হাবিবুর রহমান নায়েবে আমীর কাজি রুকুনুজ্জামান উপজেলা সেক্রেটারি ওয়াহেদুজ্জামান বায়তুলমাল সেক্রেটারি এবিএম সাইফুল ইসলাম উপজেলা সভাপতি, ওলামা বিভাগ
– আশরাফুজ্জামান সাজু যুব বিভাগ সভাপতি, ডিমলা উপজেলা
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতা কর্মীরা।