ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশন এর সেমিনার অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার


দেশ সময় প্রকাশের সময় : ২০২০-১১-১৯, ১০:১৬ পূর্বাহ্ন / ১৮
ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশন এর সেমিনার অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার

নোমান আহমেদ বিশেষ প্রতিনিধি ( সিলেট)
আগামী ২০ নভেম্বর,রোজ শুক্রবার,বেলা ২ ঘটিকা থেকে শুরু হবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার “গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে” ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশন এর সার্বিক ব্যবস্হাপনায় উলামায়ে দেওবন্দ ও বরেণ্যদের চোখে আল্লামা শাহ আহমদ শফী রহঃ শীর্ষক সেমিনার ও চেতনা “শাইখুল ইসলাম সংখ্যার” মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

উক্ত সেমিনারে সভাপতিত্ব করবেন মাওলানা মাহমুদুল হাসান রায়গড়ী দাঃ বাঃ,শায়খুল হাদীস লাফনাউট মাদ্রাসা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা মুহিব্বুল হক্ব গাছবাড়ী,মুহতামিম ও শায়খুল হাদীস জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ হযরত শাহ জালাল রহঃ সিলেট।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি ও ইসলামী গবেষক মাওঃ মুসা আল হাফিজ সাহেব।

বিশেষ আলোচক হিসেবে আলোচনা করবেন জামেয়া যাত্রাবাড়ী ঢাকার বিশিষ্ট হাদিস বিশারদ মুফতি রেজাউল করিম আবরার সাহেব।

এছাড়াও স্হানীয় ও দেশের শীর্ষ পর্যায়ের বরেণ্য উলামায়ে কেরাম এতে উপস্হিত হয়ে আলোচনা করবেন।
এ আয়োজনে ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশন এর আহব্বায়ক মাওঃ সুলতান মাহমুদ সকলের দোয়া,পরামর্শ ও সহযোগীতা চেয়ে অনুষ্ঠানে উপস্হিত হয়ে সেমিনার কে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান।বিজ্ঞপ্তি।