গফরগাঁওয়ে ক্রয় কিত নিজ জমিতে চাষাবাদে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুইপক্ষে সংঘর্ষে তিনজন আহত,একজনের অবস্থা আশঙ্কা জনক।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৯-০৫, ১১:৫৭ অপরাহ্ন /
গফরগাঁওয়ে ক্রয় কিত  নিজ জমিতে চাষাবাদে বাধা দেওয়াকে কেন্দ্র করে    দুইপক্ষে সংঘর্ষে   তিনজন আহত,একজনের অবস্থা আশঙ্কা জনক।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,০৫,সেপ্টেম্বর,

হানিফ খান স্টাফ রিপোর্টার,

গফরগাঁওয়ে ক্রয় কিত নিজ জমিতে চাষাবাদে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুইপক্ষে সংঘর্ষে তিনজন আহত। একজনের অবস্থা আশঙ্কা জনক।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ছয়ানি গ্রামে গত ০২.সেপ্টেম্বর সোমবারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আতাউর রহমান (৬০), মোছাঃ রোকিয়া খাতুন (৫০) তাদের ছেলে আজহারুল ইসলাম শরীফ (২৮)। তারা তিনজন একই পরিবারের।

এ ঘটনায় আতাউররহমানের স্ত্রী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে প্রতিপক্ষ আপন ভাই ও ভাতিজাদের সঙ্গে ক্রয় কিত জমির দখল নিয়ে বিরোধ চলে আসছে।
ঘটনার দিন বেলা ৯,টার দিকে আতাউর নিজ জমিতে চাষাবাদ করতে গেলে আপন ভাই হেলাল উদ্দিন ও জালাল উদ্দিন ও ভাতিজারা মিলে বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষ হয়। এতে আতাউর রহমান, তার ছেলে শরিফ, স্ত্রী রোকিয়া সহ তিন জন আহত হন।

আহতদের মধ্যে ছেলের আজহারুল শরিফের অবস্থা আশঙ্কাজনক বাবা আতাউর রহমান ও তার স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়হয়েছে।
আহত আজহারুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ করেও সদুত্তর পাওয়া যায়নি তবে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারামারি হয়েছে বলে জানা যায়।

গফরগাঁও থানার ওসি,শাহীনুজ্জামান খান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।