” নেতৃত্ব”


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৯-০১, ২:২২ অপরাহ্ন /
”  নেতৃত্ব”
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,০১,সেপ্টেম্বর

“নেতৃত্ব

দেলোয়ার হোছাইন

নেতৃত্ব মানে নয় কতৃত্ব করা, নেতৃত্ব মানে আদর্শের জন্ম দেয়া।

নেতৃত্ব মানে নয় অহংকার আর দাম্ভিকতা, নেতৃত্ব মানে মানুষকে প্রভাবিত আর অনুপ্রাণিত করার সক্ষমতা ।

নেতৃত্ব মানে নয় কোন বল প্রয়োগ, নেতৃত্ব মানে মানুষের সাথে মানুষের উত্তম সংযোগ ।

নেতৃত্ব মানে নয় কোন পদ ও পদবী, নেতৃত্ব মানে ন্যায়ের পক্ষে কথা বলার সাহস নিরবধি ।

তরুণ প্রজন্মের মাঝে যদি ঘটে এমন নেতৃত্বের বিকাশ, নেতৃত্বের গুনে তখন এগিয়ে যাবে সমাজ ,
সুপ্ত যা আছে ভালো তার হবে হিরন্ময় প্রকাশ।