প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষক পদত্যাগ প্রসংগ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৮-৩১, ১০:২৩ অপরাহ্ন /
প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষক পদত্যাগ প্রসংগ।
Print News || Dailydeshsomoy

ফ্রকাশিত,৩১,আগস্ট

জহুরুল ইসলাম
নীলফামারী সরকারি কলেজ

শিক্ষক পদত্যাগের নামে সারা দেশে যা হচ্ছে,
যে প্রক্রিয়ায় হচ্ছে সেটা সমর্থনযোগ্য নয়
কেউ যদি ফ্যাসিস্টদের ক্ষমতার অপব্যবহার করে অন্য শিক্ষক বা শিক্ষার্থীদের সাথে অন্যায় করে তাহলে নিয়মতান্ত্রিকভাবে আইনের মধ্য দিয়ে তদন্ত সাপেক্ষে তার বিচার হোক ৷
কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া, মব জাস্টিস করা কখনোই গ্রহনযোগ্য নয় ৷

শিক্ষক-শিক্ষার্থীর যে শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক আমাদের শিক্ষার পরিবেশকে সুন্দর করে তুলতে পারে সেই সম্পর্ক যেন তিক্ততার না হয়, দূরত্বের না হয়, ভীতির না হয় ৷
সেদিকে খেয়াল রাখতে হবে।

অনেক শিক্ষার্থী হয়তো জানেই না যে তাদেরকে ব্যবহার করে অন্য শিক্ষক এই কাজটি করাচ্ছে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ৷
যারা বিভিন্ন উদ্দেশ্যে অন্যায় প্রক্রিয়ায় এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিৎ ৷

তবে এটা সঠিক যে যারা অন্যায় কাজ করেছে,,অন্যায় করতে সাহায্য করেছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে অন্যায়ের সাথে ছিল তাদের ছাড় দেয়া যাবে না।

কিন্তু তা করতে হবে রাষ্ট্রীয় আইন এর মাধ্যমে, আইন কে নিজের হাতে তুলে নেয়া যাবে না।

জহুরুল ইসলাম
নীলফামারী সরকারি কলেজ।