পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টার পদত্যাগ চেয়ে মাটিরাঙ্গায় বিক্ষোভ সমাবেশ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৮-২৯, ৬:৫৭ অপরাহ্ন /
পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টার পদত্যাগ চেয়ে মাটিরাঙ্গায় বিক্ষোভ সমাবেশ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,২৯,আগস্ট

আইয়ুব আলী মীর , খাগড়াছড়িঃ

অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বাঙালি জাতিকে অপাহাড়ি আখ্যা দিয়ে বক্তব্য রাখার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশ করে। উক্ত সমাবেশে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষর্থী, শিক্ষক ও সাধারন জনগন উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি সফরকালে পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা কর্তৃক বাঙালি জাতিকে অপাহাড়ি আখ্যা দেওয়া উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে। এ সময় বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা তার এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সুপ্রদীপ চাকমার পদত্যাগের দাবি করেন।
সমাবেশ থেকে সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীকে নিয়ে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদ জানান বক্তারা। অনতিবিলম্বে পার্বত্য চট্টগ্রামে উচ্ছেদকৃত সেনা ক্যাম্প পুনরায় স্থাপন এবং স্থায়ী বাসিন্দা সনদ ও হেডম্যান প্রথা বাতিল করার আহব্বান জানান।