। কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নলছিটিতে ‘নজরুল পাঠ চক্র’


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৮-২৮, ৩:১১ অপরাহ্ন /
। কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে  নলছিটিতে ‘নজরুল পাঠ চক্র’
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,২৮,আগস্ট

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি, (২৭ আগস্ট) মঙ্গলবার দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নলছিটি পাবলিক লাইব্রেরিতে তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের আয়োজনে ‘নজরুল পাঠ চক্র’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কনভেনর মোঃ খালেদ সাইফুল্লাহ।

সভাপতির বক্তব্যে খালেদ সাইফুল্লাহ বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে নজরুলের লেখনী আমাদের মুক্তির প্রেরণা জুগিয়েছে। তাঁর কবিতা ও গানে যে শক্তি এবং সাহসের কথা বলা হয়েছে, তা আজকের তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে নজরুলের ভাবনা আমাদের জন্য আজও অনুপ্রেরণার উৎস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলছিটির নানা সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ। বক্তারা নজরুলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর সৃষ্টিকর্মের ওপর আলোচনা করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা নজরুলের সৃষ্টিকর্মের মাধ্যমে সমাজে ন্যায়বিচার, সাম্য, এবং মানবিকতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন রিফাত। সঞ্চালনার সময় তিনি নজরুলের কবিতা ও গান থেকে উদ্ধৃতি দিয়ে শ্রোতাদের নজরুলের ভাবনা ও চেতনার গভীরতার সঙ্গে পরিচয় করান। এছাড়া বক্তব্য রাখেন শাহাদাত ফকির, ফাইয়াজ হোসেন, মিরাজুল রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই নজরুলের লেখা ও সুরের মাধ্যমে তার জীবনের শিক্ষা ও অনুপ্রেরণা গ্রহণ করে একটি বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার ব্যাক্ত করেন।

আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে জাতীয় কবির মাগফিরাত কামনা করা হয়।