গোপালগঞ্জে সুনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৮-১২, ১০:১০ অপরাহ্ন /
গোপালগঞ্জে সুনাতন ধর্মাবলম্বীদের  বিক্ষোভ  মিছিল ও সমাবেশ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১২,আগস্ট

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও ভাংচুর
এর প্রতিবাদে গোপালগঞ্জে সুনাতন ধর্মাবলম্বালীরা
বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে ৮ দফার দাবিতে। আজ সোমবার দুপুরে
জেলার ৫ উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল জেলা শহরের প্রেসক্লাব সামনে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের লোকেরা জড়ো হয়।
শহরের পুলিশ লাইন থেক পাচুড়িয়া প্রায় ২ কিলোমিটার জুড়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।
তুমি কে আমিকে বাঙ্গালী, বাঙ্গালী স্লোগানে মুখরিত
হয়ে ওঠে শহর জুড়ে। জেলা জুড়ে
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ভাবে টহল অবহ্যত রয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, গোপালগঞ্জ পুজা উদযাপন পরিষদের সভাপতি মিনাল কান্তি রায় বলেন, সারা দেশে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ভাংচুর, বসত ঘরে হামলা,জমি দখল সহ আমাদের উপর নির্যাতন করে যাচ্ছে একটি মহল।
আমরা সরকারের কাছে ৮ দফা দাবীসহ আমাদের নিরাপত্তা দাবী করছি।
গোপালগঞ্জ পুজা উদযাপন পরিষদের
সাধারণ সম্পাদক পলাশ সিকদার বলেন, সারা দেশে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ভাংচুর ও লুটপাট করা হয়েছে।
আমারা আসামীদের গ্রেপ্তার করে বিচার করতে হবে এবং আমাদের নিরাপত্তা দিতে হবে সরকারকে।
গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি
রমেন্দ্রনাথ মন্ডল বলেন, সারাদেশে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের হামলা কারীদের তদন্ত করে আইনের আওতায় আনতে হবে বলে সরকারের কাছে দাবী জানিয়েছেন।
গোপালগঞ্জ কালিবাড়ী মন্দির কমিটির সাধার সম্পাদক পল্টন হালদার, আমরা বাঙ্গালী সব ধর্মের মানুষের সাথে মিলে মিশে বসবাস করছি।
আমাদের উপর কেন হামলা হবে। যে সব দুষ্কৃতকারী হামলা চালিয়ে মন্দির ভাংচুর ও লুটপাট করেছে তাদের বিচারের দাবি করছি।
মতুয়া সম্প্রদায়ের গোপালগঞ্জের নেতা কর্মিরাসহ
জেলার সকল উপজেলার বিভিন্ন স্হরের মন্দির কমিটির নেতারা বক্তব্য রাখেন।