গজারিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানব বন্ধন ও প্রতিবাদ সভা।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৮-১১, ১১:২৩ অপরাহ্ন /
গজারিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানব বন্ধন ও প্রতিবাদ সভা।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১১,আগস্ট

ওসমান গনি
গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ১৮ জুলাই কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে হামলার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গজারিয়া শাখা।

গজারিয়া উপজেলার  হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সামনে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা গত ১৮ জুলাই কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে হামলাকারী স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শাস্তির দাবি জানান।এছাড়াও এই আন্দোলনে শহীদ আবু সাঈদ,মুগ্ধসহ দেশব্যাপী সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোষীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান। 

মানববন্ধনে হামদর্দ বিশ্ববিদ্যালয়সহ আশে পাশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের মাঝে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সাকিব হোসেন, রাসেল আহমেদ ওয়াসিম মিয়া আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।