শিবচরে যায়যায়দিনের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৮-০১, ৫:০৭ অপরাহ্ন /
শিবচরে যায়যায়দিনের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,০১,আগষ্ট, ২০২৪

রাকিবুল হাসান(রকি)
শিবচর (মাদারীপুর)

মাদারীপুরের শিবচর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে দেশের শীর্ষ জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জুলাই) বিকেলে চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমি বরহমগঞ্জ ললিতকলা একাডেমির অফিস কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শিবচর শাখার আহ্বায়ক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে যায়যায়দিন পত্রিকার শিবচর প্রতিনিধি এস.এম. দেলোয়ার হোসাইনের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা যুব উন্নয়ন অফিসার বেল্লাল হোসেন।

জেজেডি ফ্রেন্ডস ফোরাম শিবচর শাখার সদস্য মো. শাহীন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয় টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি আবুল খায়ের খান, শিবচর উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) সজীব চৌধুরী, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, দৈনিক জনকণ্ঠ পত্রিকার শিবচর প্রতিনিধি মো. কামরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, খোলা কাগজের প্রতিনিধি রফিকুল ইসলাম রাজা, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি রুবেল মোড়ল, কালবেলা প্রতিনিধি আবু সালেহ মুছা, নয়াদিগন্তের প্রতিনিধি মো. রোমান জমাদ্দার, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শিবচর শাখার যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম মুকুল, সদস্য সচিব মো. শাহ আলম মিয়া। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসফ) এর শিবচর সহ সভাপতি রেজা মো:তৌহিদ, মো. খোকা মাদবর, হুমায়ন কবির, সম্পাদক সেলিম মোল্লা, মাদবরের চর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও আসফ এর সভাপতি রানু আক্তার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমন আহমেদ, দপ্তর সম্পাদক বাদশা মুন্সি, হানিফ মোল্লা, সাইদুর রহমান মাহবুব, মহিলা সম্পাদিকা সুর্বণা আাক্তার, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শিবচর শাখার সদস্য তাসনোভা তুশিন, কবি রেজাউল করিম মাসুম, দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি রাকিবুল হাসান(রকি),
সাইদুর রহমান(শওকত)
রূপসী বাংলা টেলিভিশন শিবচর উপজেলা প্রতিনিধি।

এছাড়াও যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে অর্ধ-শত মানবাধিকার কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গনমাধ্যমকর্মী ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যায়যায়দিনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে অন্যান্য অতিথিরা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বিশেষ করে শিবচরে সকল সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে । এক্ষেত্রে যায়যায়দিন পত্রিকাও সুনামের সাথে ভূমিকা পালন করছে। দৈনিক যায়যায়দিন পত্রিকা প্রতিষ্ঠালগ্ন থেকেই পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে। যেকোনো পরিস্থিতিতে পত্রিকাটি জনগণের আস্থা অর্জনে সর্বদা কাজ করবে বলে আমাদের বিশ্বাস। সত্যই পত্রিকাটি সাধারণ মানুষের মনের মণিকোঠায় যায়গা করে নিয়েছে।আমরা যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।