বরিশালে সাংবাদিকের উপর পুলিশের হামলার ঘটনায় প্রকাশকও সম্পাদক পরিষদের নিন্দা।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৮-০১, ২:০৭ অপরাহ্ন /
বরিশালে সাংবাদিকের উপর পুলিশের হামলার ঘটনায় প্রকাশকও সম্পাদক পরিষদের নিন্দা।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,০১,আগস্ট, ২০২৪

জামাল বরিশাল ব্যুরো প্রধান।

বরিশালে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের সময় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের হামলায় আহত হন দৈনিক যুগান্তরের ফটো সংবাদিক শামীম আহমেদ, যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন হৃদয় চন্দ্র শীল, এনটিভির ক্যামেরাপার্সন গোবিন্দ সাহা ও অনলাইন নিউজ পোর্টাল বার্তা টোয়েন্টিফোরের এসএলটি তুহিন।সাংবাদিকদের উপর পুলিশের এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বরিশাল প্রকাশক-সম্পাদক পরিষদের সভাপতি কাজী আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক, আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ।বিবৃতিতে তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময়ে সাংবাদিকদের উপর পুলিশের এমন হামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। অনতিবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারী পুলিশ সদস্যদের শনাক্ত করে বিচারের দাবি জানান তারা।